আবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্তিনিকেতনে আসন্ন পৌষ উৎসব এবং বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে মোদি আসবেন বাংলা সফরে। পাশাপাশি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সেইসঙ্গে তিনি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের বহু প্রতীক্ষিত মেট্রো রেলের সম্প্রসারণের উদ্বোধনও করবেন বলে জানা যাচ্ছে। ফলে এবারের সফরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, করোনা আবহে এবার হবে না শান্তিনিকেতনের পৌষ মেলা। কিন্তু ছোট করে পালিত হবে পৌষ উৎসব। এই উৎসবেই যোগ দিতে মূলত বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। অপরদিকে, বহু প্রতীক্ষিত নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্প চালু হওয়ার কথা ছিল সদ্যসমাপ্ত কালীপুজোয়। কিন্তু করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল এই প্রকল্পের কাজ। তাই শেষ মূহূর্তে বাতিল হয় উদ্বোধনী অনুষ্ঠান। যদিও লাইন পাতা, সিগন্যালিং থেকে শুরু করে স্টেশনগুলির সৌন্দর্যায়নের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা ছিল। ফলে প্রধানমন্ত্রীর হাতেই হবে সেই উদ্বোধন। যদিও প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি এখনও জানা যায়নি।
إرسال تعليق
Thank You for your important feedback