শীঘ্রই করোনার টিকা ভারতে, আশ্বাস মোদির

খুব তাড়াতাড়িই ভারতীয়রা করোনার টিকা পাবেন। শুক্রবার সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকে এমনই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই টিকা নিরাপদ, সস্তা, কার্যকর হবে বলে তাঁর দাবি। এই টিকা প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থাকা যোদ্ধাদের। দেশের বিজ্ঞানীরা এই টিকার ব্যাপারে অনেক আত্মবিশ্বাসী। তাঁদের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই টিকা দেওয়া শুরু হবে। নিরাপত্তা নিয়ে কোনও সমঝোতা করা হবে না।


প্রধানমন্ত্রী জানান, এই টিকার দাম কত হবে তা নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে কথা হচ্ছে। টিকা কীভাবে বন্টন করা হবে তা নিয়েও আলোচনা চলছে। বড় মাপের টিকাকরণের অভিজ্ঞতা ভারতের রয়েছে। এনিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও তিনি জানান। বিরোধী নেতাদের তিনি তাঁদের প্রস্তাব লিখিতভাবে জানাতে বলেছেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم