মমতা কৃষকদের নিয়ে রাজনীতি করছেন, তীব্র আক্রমণ মোদির

ভার্চুয়াল কৃষক সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে মোদি বলেন, আমি অবাক। ব্যথিত হৃদয়েই বলছি্, “যারা পশ্চিমবঙ্গে একচ্ছত্র রাজত্ব চালাচ্ছে তারা মমতার ১৫ বছর আগেকার বক্তৃতা শুনুন। জানতে পারবেন কীভাবে রাজনীতি সবকিছু ধ্বংস করেছে। ওরা কৃষকদের হাতে টাকা পৌঁছতে চায় না। ওদের মনে যদি কৃষকদের মঙ্গলই থাকে, তবে কেন তাদের জন্য আন্দোলন করেননি?”


এই বক্তৃতার মধ্যেই তিনি ৯ কোটি কৃষকের জন্য পিএম-কিষাণ প্রকল্পে ১৮ হাজার কোটির একটি কিস্তি দেন। তা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। ৬টি রাজ্যের কৃষকদের সঙ্গে ভিডিওতে কথাও বলেন তিনি।


তাঁর কথা, “বিরোধী মতাদর্শের সব রাজ্য এই প্রকল্প চালু করেছে। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। রাজনৈতিক কারণেই তা হতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গের কৃষকরা কেন্দ্রের কাছে চিঠি লিখে এই সুবিধা চাইছেন। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে কিছুই দিতে হবে না। খারাপ লাগে, বিরোধীরা কৃষকদের নিয়ে রাজনীতি করছে।”


তাঁর প্রশ্ন, দেশের লোক কি এই রাজনৈতিক খেলার কথা বুঝতে পারছেন না? কেন বিরোধীরা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কিছু বলছে না? তারা দিল্লিতে এসে চাষিদের অর্থনৈতিক সর্বনাশ করছে। তাদের পাঞ্জাবের কৃষকদের ভুল বোঝানোর মতো সময় আছে। তারা কেন বলছে না, কেরলে কেন  কৃষিপণ্য বিপণন কেন্দ্র নেই? তারা কেবল মিথ্যে আর রাজনীতি নিয়েই ব্যস্ত।


কৃষি আইনের পক্ষে আগাগোড়া সওয়াল করে মোদি বলেন, এই আইনে কৃষকদের প্রভূত উন্নতি হবে। তাঁরা নিজেদের ফসল বেচার স্বাধীনতা পাবেন। ন্যূনতম সহায়ক মূল্য তুলে দেওয়া হবে বলে তারা ভুল বোঝাচ্ছে। তিনি সবাইকে কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে প্রচারের কথা বলেছেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم