বড়দিনে বুথকর্মীদের ভার্চুয়ালি ‘ক্লাস’ নিতে চলেছেন প্রধানমন্ত্রী

বড়দিনে বিজেপি নিচুতলার কর্মীদের প্রশিক্ষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গ বিজেপি সূত্রে খবর, শুক্রবার বড়দিনের ছুটিতে পশ্চিমবঙ্গের সব বুথকর্মীর জমায়েতের সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে পারেন তিনি। জানা যাচ্ছে, এদিন দুপুর ১২টা পর থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে বিজেপির এক বিশেষ ‘বর্গ’। সেখানে রাজ্যের সমস্ত বুধ কমিটির সদস্যকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই কর্মসূচিতে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, শুক্রবারই বেলা ১২টা থেকে ‘পিএম-কিসান’ কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন। এই ভাষণের পরই পশ্চিমবঙ্গের বুথস্তরের কর্মীদের ক্লাস নেবেন প্রধানমন্ত্রী। 

জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে দলের নিচুতলার কর্মীদের উৎসাহ দিতেই ভাষণ দেবেন মোদি। উল্লেখ্য বিজেপির সংগঠনে সবচেয়ে নিচে রয়েছে বুথ কমিটি। সাতটি করে বুথ নিয়ে ‘শক্তিকেন্দ্র’। শুক্রবার রাজ্যের সবকটি শক্তিকেন্দ্র গুলিকেই এই ভার্চুয়াল সভায় থাকার নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপি। বর্তমানে রাজ্যে ১০ হাজারের বেশি শক্তিকেন্দ্র রয়েছে। ফলে বহু সংখ্যক বিজেপি কর্মীদের ভার্চুয়ালি উৎসাহ দেবেন প্রধানমন্ত্রী। বিজেপি রাজ্য নেতাদের কথায়, এরকম উদ্যোগ আগে কখনও হয়নি। তাই রাজ্যের প্রতিটি প্রান্তের নিচুতলার কর্মীরাও গভীর আগ্রহে শোনার অপেক্ষায় প্রধানমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে কি বলেন। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم