২ মাসে ১০১টি ভার্চুয়াল সভা করেছেন মোদি

করোনায় প্রকাশ্যে সভাসমিতি করা তেমন সম্ভব না হলেও প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমেই সেপ্টেম্বর থেকে নভেম্বরে ১০১টি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। গড়ে দিনে একটিরও বেশি। গতবছরের এই সময়ে তিনি যে সংখ্যায় সভা করেছিলেন তার থেকে ২৫ শতাংশ বেশি। গতবছর তিনি দেশের ৭৮টি সভা করেছিলেন। দেশের সর্বস্তরের মানুষের জন্য তিনি ভিডিও সভা করেছেন। গ্রামীণ বাসিন্দা থেকে যুবক, হকার, ব্যবসায়ীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন মোদি। 


গ্রামের জন্য তিনি বহু প্রকল্পের উদ্বোধন ভার্চুয়াল মিডিয়াতেই করেছেন। এমনকী, আন্তর্জাতিক স্তরেও তিনি এধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ওই দুমাসে তিনি উদ্বোধন করেছেন ২৬টি প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস থেকে সমাজকল্যাণ নানা বিষয়ে এই প্রকল্প। জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠান করেছেন ৮টি। বিদেশি লগ্নিকারীদের জন্য চারটি অনুষ্ঠান করেছেন তিনি। করোনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেচেন দুইবার। জি ২০, আশিয়ান, ব্রিকস ছাড়াও ইতালি, লাক্সেমবুর্গ, শ্রীলঙ্কা ও ডেনমার্কের ভার্চুয়াল সভায়  দিয়েছেন তিনি।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم