কৃষক আন্দোলনের মাঝেই আচমকা গুরুদ্বারায় হাজির মোদি

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চাপ বাড়াচ্ছে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি। দাবি-দাওয়া নিয়ে নিজেদের অবস্থানে অনড় কৃষকরা। এরমধ্যেই রবিবার সকালে আচমকাই দিল্লির এর গুরুদ্বারায় হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে শিখ ধর্মগুরু তেগ বাহাদুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ধর্মপ্রাণ আমজনতার সঙ্গে সেলফিও তোলেন তিনি। এদিন তাঁর গুরুদ্বারা সফরে আশ্চর্যজনকভাবে কোনও নিরাপত্তার কড়াকড়ি ছিলনা। ফলে ধর্মপ্রাণ শিখদের আনাগোনায় ছিল না কোনও বাধানিষেধ। ফলে আম জনতার কাছাকাছি চলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কৃষক আন্দোলনের মাঝে প্রধানমন্ত্রীর এই গুরুদ্বারা সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। দিল্লির রাকাবগঞ্জের এই গুরুদ্বারায় নবম শিখগুরু গুরু তেগ বাহাদুরের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। সেখানে প্রার্থনা করেন মোদি। পরে টুইট করে তিনি লেখেন, ‘আজ সকালে গুরুদ্বারা রাকাবগঞ্জে প্রার্থনা করেছি। যেখানে শ্রী গুরু তেগ বাহাদুর জি'র পবিত্র দেহের শেষকৃত্য হয়েছিল। বিশ্বের লাখ লাখ মানুষের মতো আমি অত্যন্ত ধন্য হয়েছি বলে মনে করছি। শ্রী গুরু তেগ বাহাদুর জি'র মহত্বে আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি’। ওয়াকিবহাল মহলের মতে, কৃষি আইন নিয়ে বিদ্রোহ মূলত পাঞ্জাব ও হরিয়ানায় বেশি, এই পরিস্থিতিতে শিখ সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় গুরুদ্বারায় মোদির যাওয়ার বিষযটি বাড়তি মাত্রা যোগ করেছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم