প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা


প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, এই মামলার শুনানি নতুন বছরের ৪ জানুয়ারি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে এই মামলা উঠবে। মামলাকারীদের দাবি, প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ১৩০ জন পরীক্ষার্থী। এই মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন উত্তরপত্র পুনর্মুল্যায়ন করতে। নির্দেশে আরও জানানো হয়েছিল উত্তরপত্র মূল্যায়নের পর যদি চাকরিপ্রার্থীরা যোগ্য হিসেবে বিবেচিত হন তাহলে তাঁদের হাতে নিয়োগপত্র দিতে হবে। এরপরই আরও কয়েকজন চাকরিপ্রার্থী একই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার নিষ্পত্তি আজও হয়নি। এরমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন প্রাথমিকে নিয়োগ শুরু করতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই ফের মামলা দায়ের হল। মামলাকারীদের দাবি, তাঁদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন না করেই নতুন বিজ্ঞপ্তি জারি কিভাবে করে রাজ্য সরকার? তাঁদের আরও দাবি, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার চেষ্টা চলছে। এই মামলার শুনানি আগামী ৪ জানুয়ারি। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم