ফের ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম


১৫ দিনেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ল। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, কলকাতায় মঙ্গলবার থেকে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বাড়ছে আরও ৫০ টাকা। এর আগে গত ২ ডিসেম্বরও বেড়েছিল ৫০ টাকা। এ নিয়ে দু’দফায় মোট দাম বাড়ল ১০০ টাকা। সাধারণ মানুষকে এবার ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে ৭২০.৫০ টাকায়। ১৯ কেজির দামও আজ ফের ৩৬ টাকা বেড়েছে। দু’দফায় মোট ৯১.৫০ টাকা বেড়ে হয়েছে ১৩৮৭.৫০ টাকা। 

গত ৩০ নভেম্বর তেল সংস্থাগুলি জানায়, ডিসেম্বরে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ৫৫.৫০ টাকা বাড়লেও, ১৪.২ কেজির ভর্তুকিহীন গ্যাসের দাম ৬২০.৫০ থাকবে। দুদিন পর আচমকাই তারা জানিয়েছে, ৫০ টাকা বেড়ে কলকাতায় এলপিজির নতুন দাম হচ্ছে ৬৭০.৫০ টাকা। দাম বাড়লেও বাড়েনি ভর্তুকি। কলকাতায় যা মাত্র ১৯.৫৭ টাকা। বলা হচ্ছে, বিশ্ব বাজারে এলপিজির গ্যাসের দাম বাড়ায় দেশেও দাম বাড়ছে। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم