বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে নন্দীগ্রাম থানার বাইরে অনির্দিষ্টকালের ধরনায় বসলেন হিন্দু সংগঠনের সদস্যরা। দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার এই কর্মসূচিতে যোগ দেন অসংখ্য বিজেপি ও হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত কর্মীরা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বজরংবলি পুজো উপলক্ষে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে পুরাতন বাজার হনুমানজি মন্দির পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অরাজনৈতিক মিছিল হওয়ার কথা ছিল। অভিযোগ, সেই মিছিলে যোগদানের সময় গড় চক্রবেড়িয়া ভূতার মোড় এলাকায় বিজেপি সমর্থক ও বজরংবালি ভক্তদের ওপর ইট, রড দিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলেই অভিযোগ করেছে বিজেপি। হামলায় শিশু সহ একাধিক মানুষজন আক্রান্ত হয়েছেন। ঘটনায় নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুপিয়ান, শেখ সাহাবুদ্দিন সহ মোট ১৭ জনের নামে অভিযোগ দায়ের হলেও মাত্র ২ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদে নন্দীগ্রাম থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির দাবি, মূল হামলাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবিতেই এদিনের এই ধরনা কর্মসূচি বলে জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, বুধবার আক্রান্ত কর্মীদের দেখতে প্রথমে নন্দীগ্রাম হাসপাতালে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপর তমলুক হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের সঙ্গেও দেখা করেন তিনি। দোষীদের গ্রেফতার না করা হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু।
إرسال تعليق
Thank You for your important feedback