আন্দোলনরত কৃষকদের সমর্থনে পদত্যাগ করলেন পাঞ্জাব পুলিশের ডিআইজি (কারা) লখমিন্দর সিং ঝাখর। তিনি রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিকে রবিবার চিঠি লিখে জানিয়েছেন, কৃষি আইনের প্রতিবাদে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে তিনি আগাম অবসর নিচ্ছেন।
তাঁর কথায়, দীর্ঘদিন ধরে চাষিরা আন্দোলন করছেন। তাঁদের সমস্যার কথা কেউ শুনছে না। পুলিশের চাকরিতে থেকে তিনি প্রতিবাদের পাশে থাকতে পারছেন না। নিয়ম অনুসারে পদ ছাড়তে গেলে তিনমাসের আগাম নোটিশ দিতে হয়। তার আগে কেউ পদ ছাড়লে তাঁকে তিনমাসের টাকা জমা দিতে হয়। তিনি তা দিতে রাজি। তিনি নিজে চাষির ছেলে। এখনও তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। উল্লেখ্য, কয়েকমাস আগে জেলের অফিসারদের কাছ থেকে মাসোহারার টাকা নেওয়ার অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন লখমিন্দর। পরে তাঁকে ফের চাকরিতে বহাল করা হয়।
إرسال تعليق
Thank You for your important feedback