ভারতের তীর্থস্থানের মধ্যে অন্যতম পুরীর শ্রী জগন্নাথদেবের মন্দির। ওডিশার মানুষ জগন্নাথকে তাদের রাজ্যের রাজা বলে মান্য করেন এবং তাঁদের প্রবল চাপ ছিল মন্দির খোলার ব্যাপারে। তাঁদের বক্তব্য, মন্দিরের দরজা বন্ধ রয়েছে বলে দেশে সর্বনাশ হচ্ছে, তাদের কয়েক লক্ষ পত্রাঘাতে সরকার নরম হয়েছে বলে শোনা যাচ্ছে। গত ৯ মাস সাধারণের জন্য বন্ধ রয়েছে মন্দির।
শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের মুখ্য প্রশাসক জানিয়েছেন, ভক্তদের ধর্মীয় অনুভূতি থাকবেই, মন্দির খোলার পর কঠোরভাবে পালন করা হবে করোনা সংক্রান্ত নিয়ম। অবশ্য মন্দির খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। তারা অনুমতি দিলে শিলমোহর পড়বে এবং খুলবে মন্দির। আগামী ৩ জানুয়ারি খোলার ইচ্ছা মন্দিরের ট্রাস্টি বোর্ডের। তবে এখন কোনওভাবেই ৫ হাজারের বেশি ভক্তদের ভিতরে যেতে দেওয়া যাবে না।
إرسال تعليق
Thank You for your important feedback