বর্ণবিদ্বেষমূলক বক্তব্য রেফারির, গোলমালে পরিত্যক্ত নেইমারদের ম্যাচ

উয়েফা চ্যাম্পিয়ান লিগে এবার বর্ণবিদ্বেষের ছায়া। যার জেরে মাঝপথেই পরিত্যাক্ত হল ম্যাচ। তবে এবার অভিযোগের তির কোনও দর্শক, খেলোয়াড়, কোচ বা অন্য কারও দিকে নয়। বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠল স্বয়ং ম্যাচের রেফারির বিরুদ্ধেই। উয়েফা চ্যাম্পিয়ান লিগের গ্রুপ এইচে মুখোমুখি হয়েছিল প্যারিস সাঁ জার্মেইন ও ইস্তাবুল বাসাকসেহির। এই ম্যাচ শেষ করাই গেল না। মাঝপথেই বর্ণবিদ্বেষের জেরে বন্ধ হয়ে গেল ম্যাচ। 

মঙ্গলবারের ম্যাচে দু’দলের খেলোয়াড়রাই মাঠ ছেড়ে বেরিয়ে যান রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলে। এর ফলে ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। গোলমালের শুরু ম্যাচের ১৪ মিনিটে। ইস্তাম্বুল বাসাকসেহির সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে লাল কার্ড দেখান রেফারি। পিয়েরে ওয়েবোরের সঙ্গে সেই সময় চতুর্থ রেফারি সেবেস্তিয়ান কটেস্কুর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। অভিযোগ, সেই সময় পিয়েরেকে বর্ণবিদ্বেষীমূলক কথা বলেন সেবেস্তিয়ান। প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যায় ২ দলই। তুরস্কের দলটির প্রতিবাদে সামিল হন তারকাখচিত ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মেইন। এদিন মাঠে ছিলেন নেইমার, এমব্যাপে সহ এক ঝাঁক তারকা ফুটবলার। ইউরোপীয়ন ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, আগামী বুধবার ফের খেলবে পিএসজি এবং ইস্তাম্বুল বাসাকসেহির। ওই দিন এদিনের ম্যাচের ১৫ মিনিটের পর থেকে ফের খেলা শুরু হবে। তবে বুধবার নতুন রেফারিদের নিয়ে হবে খেলা। ফুটবল বিশেষজ্ঞদের দাবি, এই ধরণের ঘটনা ইউরোপীয়ান লিগে নজিরবিহীন। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم