বড়পর্দায় জুটি বাঁধতে পারেন রণবীর কপূর আর সারা আলি খান। বলিউডে জোর গুঞ্জন কবীর সিং খ্যাত পরিচালক সন্দীপ ভাঙ্গা রেড্ডির পরের সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যেতে পারে।
ইতিমধ্যেই নতুন প্রজেক্টের জন্য রণবীর কপূরের সঙ্গে কথা বলেছেন সন্দীপ। টিনসেল টাউনের খবর, এখনও অফিসিয়ালি কিছু চূড়ান্ত হয়নি। তবে স্ক্রিপ্ট শুনে কাজ করার ব্যাপারে আগ্রহী জেন ওয়াইয়ের এই হার্টথ্রবও। কিন্তু সিনেমায় ফিমেল লিড কে হবেন সে বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। জানা গেছে, সারা আলি খান এই চরিত্রের জন্য অডিশনও দিয়েছেন এবং পরিচালকের সঙ্গে দেখাও করেছেন। বরাবরই নিজের সিনেমায় ভিন্ন ধারার কাস্টিংয়ের জন্যই পরিচিত সন্দীপ ভাঙ্গা রেড্ডি। এমনকী কবীর সিং-এ শাহিদ কাপুর ও কিয়ারা আদবানির এই জুটিই সিনেমার সাফল্যের অন্যতম কারণ। নতুন সিনেমায় রণবীরের বিপরীতে কাস্টিং নিয়ে বেশ খুঁতখুঁতে তিনি। স্বাভাবিকভাবেই প্রথমবার রণবীর আর সারার জুটি নিয়ে প্রত্যাশা তৈরি হচ্ছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
إرسال تعليق
Thank You for your important feedback