আমেরিকায় ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা সংক্রমণ। কিছুতেই আটকানো যাচ্ছে না বলে দাবি সে দেশের পত্রপত্রিকার। একদিনে মৃত্যু হয়েছে ২৭৩১ জনের | গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ১ লক্ষ ৯৫ হাজার ৬৯৫ জন এবং দৈনিক সংক্রমণ ২ লক্ষের আশেপাশে। পরিসংখ্যান বলছে, এক বছরে ২ লক্ষ ৭৯ হাজারেরও বেশি মৃত্যু হয়েছে। দ্বিতীয় ঢেউ ওঠার সাথে সাথেই এই ভয়াবহতা তাদের বিজ্ঞানীরা ধারণা করতে পারেননি। ইতিমধ্যে বেশ ঠান্ডা পড়েছে আমেরিকার বিভিন্ন প্রান্তে। উত্তর আমেরিকার কোথাও কোথাও বরফ পড়ছে। ঠান্ডা পড়লেই সংক্রমণ বাড়বে তা আগেই জানা সত্ত্বেও আটকানো যাচ্ছে না মৃত্যুমিছিল।
তাদের দেশে সদ্য হেরে যাওয়া ট্রাম্পকে সরাসরি দায়ী করছে ডেমোক্র্যাটরা। কিন্তু এটা আর রাজনীতির বিষয়ে আটকে থাকছে না বরং প্রাণভয়ে মার্কিন নাগরিকরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করছেন। ওদিকে আমেরিকার হাসপাতালগুলিতে এই মুহূর্তে ভর্তি ১ লক্ষ ২২৬ জন। বিশেষজ্ঞদের ধারণা সমস্ত বিদেশি যোগাযোগ বন্ধ করে ফের লকডাউন ঘোষণা করুক সরকার।
إرسال تعليق
Thank You for your important feedback