টিআরপি কেলেঙ্কারিতে গ্রেফতার রিপাবলিক টিভির সিইও

টিআরপি কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানি। তাঁকে নিয়ে এই মামলায় এপর্যন্ত গ্রেফতার হলেন ১৩ জন। অভিযোগ, তাঁরা টেলিভিশন রেটিং পয়েন্টে কারসাজি করেছিলেন। ৬ অক্টোবর মুম্বই পুলিশ এনিয়ে এফআইআর দায়ের করেছিল। হংসা রিসার্চ গ্রুপের কর্তা নিতিন দেওকরের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়। পুলিশের নথিতে ১৪০ জন সাক্ষীর নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ফরেন্সিক অডিটর, টিআরপি সংস্থা বার্কের সব অফিসার। 

রিপাবলিক ছাড়াও দুটি মারাঠি চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তারা টাকাপয়সা দিয়ে অবৈধভাবে রেটিং বাড়িয়েছে বলে অভিযোগ। সব চ্যানেলই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم