নতুন ২০টি প্রজাতির প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা। বলিভিয়ান অ্যান্ডিসের এই অঞ্চলে বেশ কিছু বিলুপ্ত এবং লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীরও সন্ধান পেয়েছেন তাঁরা।
বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে অবস্থিত জং ভ্যালি এলাকা, ওই অঞ্চলের 'হৃদয়' বলেই পরিচিত। খাড়া পাহাড়ে ঘেরা এই অঞ্চল সু-সংরক্ষিত এবং তা জীববৈচিত্র্যে ভরপুর।
এই বনাঞ্চলের মধ্যেই বিজ্ঞানীরা mountain fer-de-lance ভাইপার, Bolivian flag snake এবং lilliputian frog- এর খোঁজ পেয়েছেন। এছাড়া বেশ কিছু বিরল প্রজাতির অর্কিড এবং প্রজাপতিরও সন্ধান পেয়েছেন তাঁরা। ২০১৭ সালের ১৪ মার্চ ট্রন্ড লারসেনের নেতৃত্বে একটি গবেষণা শুরু করেছিল একটি অলাভজনক পরিবেশ গবেষণার সংস্থা Conservation International। সম্প্রতি ওই অভিযানের গবেষণার তথ্য সামনে আসে। একটি আন্তর্জাতি সংবাদ মাধ্যমে লারসেন জানান, জং ভ্যালিতে আমরা এত বিরল প্রজাতির দেখা পাব সেটা সত্যিই আশা করিনি। শুধু নতুন নয়, বেশ কিছু লুপ্তপ্রায় এবং বিলুপ্ত প্রজাতির ও সন্ধান পেয়েছি।
إرسال تعليق
Thank You for your important feedback