ফাওলারের ইস্টবেঙ্গল ও ল্যাম্পার্ডের চেলসি একই সমস্যায় ভুগছে


ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ও আইএসএলের দল এসসি ইস্টবেঙ্গলের মধ্যে এই মূহূর্তে অনেক মিল। এই মরশুমে চেলসির কোচ হয়েছেন একসময়ের তারকা খেলোয়াড় ফ্যাঙ্ক ল্যাম্পার্ড। বহু বছর ধরে তিনি চেলসির হয়ে আক্রমণভাগ সামলে প্রচুর খেতাব জিতিয়েছেন ক্লাবকে।  অন্যদিকে, এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলারও বহু বছর লিভারপুলের আক্রমণভাগের স্তম্ভ ছিলেন। তিনিও একসময়ের তারকা ছিলেন  ইংলিশ প্রিমিয়ার লিগে। গোল করে বহু ম্যাচ জিতিয়েছেন লিভারপুলকে। এনে দিয়েছিলেন অনেক ট্রফি। বছর কয়েকের মধ্যেই এই দুই তারকা ফুটবলার খেলা থেকে অবসর নিয়েছেন। 

এরপর ফুটবল থেকে অবসর নিয়ে কোচিং করাচ্ছেন। বর্তমানে ফ্যাঙ্ক ল্যাম্পার্ড চেলসি ও  রবি ফাউলার এসসি  ইস্টবেঙ্গলের হেড কোচ। দুজনেই এখন একই সমস্যায় ভুগছেন। কারণ দুই দলই নিজেদের লিগের ম্যাচে গোল ক্ষরায় ভুগছে। একদা তাবড় তাবড় ক্লাবের বিরুদ্ধে গোল করে যারা নিজেদের ক্লাবকে কঠিন ম্যাচেও জিতিয়েছিলেন, তাঁদের প্রশিক্ষণাধীন ক্লাব আজ খাদের অতলে। 


ফুটবল বিশেষজ্ঞদের মতে ল্যাম্পার্ড ও ফাওলার নিজেদের সময়ে দুর্ধষ স্ট্রাইকার হলেও তাঁদের কোচিংয়ে দলের আক্রমণভাগ একেবারেই ভোঁতা। মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের বিরুদ্ধে মাঠে নেমেছিল ফ্যাঙ্ক ল্যাম্পার্ডের দল চেলসি। কিন্তু লিগের নীচের সারির দলের কাছে ম্যাচ হেরে চরম লজ্জার মুখে পড়তে হল চেলসিকে। চেলসি হারল ২-১ গোলে। ম্যাচের ইনজুরি টাইমের ৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে গেলেন উলভসের স্ট্রাইকার পেদ্রো নেটো। 


একই হাল রবি ফাওলারের ইস্টবেঙ্গলের। শুরুতেই মাঘোমার গোলে দল এগিয়ে গেলেও পরপর তিন গোল খেল ফাওলারের দল। ম্যাচও হারল সেইসঙ্গে। ইপিএলে ১৩ ম্যাচ খেলেও ১০টি ম্যাচে জয়ের মুখ দেখেনি চেলসি। হেরেছে ৪টি, ড্র করেছে ৬টি ম্যাচে। পাশাপাশি ১৪ গোল খেয়েছে ১৩ ম্যাচে। এর থেকেও খারাপ অবস্থা এসসি ইস্টবেঙ্গলের। পাঁচ ম্যাচে একটি ড্র ও চারটি হার। ফাওলারের দল ১০ গোল খেয়েছে পাঁচ ম্যাচে, গোল করেছে মাত্র দুটি। সবমিলিয়ে দুই কিংবদন্তী স্ট্রাইকারের অধীনে দুই দল আজ গোলের মুখ খুলতেই ব্যর্থ। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم