বুধবার ফাতোরদা স্টেড়িয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নেমেছিলেন হাবাসের দল। এদিনের ম্যাচ ঘিরে দু দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ম্যাচের প্রথমার্ধে থেকেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। দু দলের আক্রমণ ও প্রতি আক্রমণ বাড়লেও, এফসি গোয়াকে কিছুটা চাপে রেখেছিলেন হাবাসের দলের ছেলেরা। প্রথম তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করলেও লিগের শেষ দু ম্যাচে জয়ের মুখ দেখেননি রয় কৃষ্ণরা। ম্যাচের ৪০ মিনিটে মিনিটে ডেভিড উইলিয়ামসের শট এফসি গোয়ার পোস্টে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধে খেলা শেষ হয় গোল শূন্যে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এটিকে-মোহনবাগানের থেকে আক্রমণে জোর বাড়ায় এফসি গোয়া। বেশ কয়েকটি দুরন্ত সেভ করে গোল হওয়া থেকে বাঁচান এটিকে-মোহনবাগানের অরিন্দম। তবে শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ জুয়ান ফ্রেরান্ডোর দলের ছেলেরা। ম্যাচের ৮৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এটিকে-মোহনবাগানের দুরন্ত স্ট্রাইকার রয় কৃষ্ণ। গোল পাওয়ার পরে এটিকে-মোহনবাগানের রক্ষণভাগে চাপ বাড়ান সন্দেশ ঝিঙ্গন ও প্রীতম কোটালরা। ম্যাচ শেষে তাঁর গোলেই এফসি গোয়াকে হারিয়ে জয় পান হাবেসের দল। ৬ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু নম্বরে উঠে এল এটিকে-মোহনবাগান। অন্যদিকে, এফসি গোয়া ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে।
A solitary goal courtesy of a @RoyKrishna21 penalty gives us the all-important 3 points! 💚❤️#ATKMohunBagan 1 - 0 #FCGoa#JoyMohunBagan #Mariners #ATKMBFCG #IndianFootball pic.twitter.com/CUTZ5Zpui9
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 16, 2020
إرسال تعليق
Thank You for your important feedback