বিশ্বসুন্দরী তার উপর বলিউডের অভিনেত্রী কাজেই তিনি যে পেজ থ্রিতে থাকবেন তা বলাই বাহুল্য। সুস্মিতা যে বিয়ে করতে পারেন কেউ তা এতদিন বিশ্বাস করেনি। তিনি নাকি বিয়েতে বিশ্বাসী নন। তবুও বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের নাম জড়িয়েছে তাঁর সঙ্গে। রণদীপ হুদা ছিলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক, একসাথেই থাকতেন, ওই সময়ে সুস্মিতা দুটি বাচ্চার দায়িত্বে আসেন সারোগেট মা হিসাবে। এরপর রণদীপের সাথে ছাড়াছাড়ি, আসেন নতুন বান্ধব বিক্রম ভট্ট, তিনিও একসময়ে সরে যান। তারপর রহমান শালকে।
মডেল রহমান সুস্মিতার চেয়ে অনেকটাই ছোট কিন্তু অনেকদিন ধরেই তাঁর সাথেই সুসের লিভ ইন। ক্রিসমাস ডে-তে সুস্মিতা রহমানকে নিয়ে দুবাই গিয়েছেন। সেখানে ছিলেন সুস্মিতার ভাই রাজীব সেন এবং ভ্রাতৃবধূ চারু। সেখানেই এক পার্টিতে চারু রহমানকে জিজু বলে ডাকতে শুরু করেন এবং এটি ভিডিও করা হয়। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এবং নেটিজেনদের প্রশ্ন ছিল তবে কি সুস্মিতা রহমানকে বিয়ে করলেন? চারু এবং সুস্মিতা তাদের " স্মাইল" উপহার দিয়েছেন। কাজেই সিনেমা প্রেমীরা এই বার্তা পেয়েছেন যে সুস্মিতার বিয়ে হয়ে গিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback