বিহারের নালন্দার ছেলে অমিত রাজ, ছোট থেকেই ইচ্ছা মিলিটারিতে যাওয়ার। সেইমতো পরীক্ষা দিয়ে ভর্তি হয় পুরুলিয়া সৈনিক স্কুলে। নিষ্ঠাভরে অমিতের শিক্ষা চলতে থাকে এবং তিনটি শিশুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিল ১৬/ ১৭ র কিশোর। মৃত্যুর আগে বারবার বলেছে, এটা তো সৈনিকের শিক্ষা। চিন্তা করবেন না আমি আবার কাজে লাগব। কিন্তু তা আর হল কোথায় ?
ছুটিতে দেশের বাড়ি নালন্দায় এসেছিল অমিত। হঠাৎ এক বাড়িতে আগুন লেগেছে দেখে এগিয়ে যায়। ওই বাড়ির ভিতর থেকে শিশুদের চিৎকার এবং কান্না শুনতে পেয়ে ঢুকে পড়ে দেখে তিন শিশু। এক এক করে তিনজনকেই বাইরে বের করে নিয়ে আসে অমিত কিন্তু ততক্ষণে তার শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে আগুনের লেলিহান শিখায়। দ্রুত তাকে পাটনা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ার ফলে আর্মি হেলিকাপ্টারে তাকে নিয়ে যাওয়া হয়ে দিল্লির এক হাসপাতালে। ১০ দিনের কঠিন লড়াইয়ের পর রবিবার রাতে মৃত্যু হয় অমিতের। সোমবার আজ তার স্কুলে তাকে স্যাল্যুট জানানো হয়। এমন বীর কিশোরকে শ্রদ্ধা জানায় সারা দেশ |
إرسال تعليق
Thank You for your important feedback