সেলিব্রেটি তথা ফিল্মি দুনিয়ার হিরো হিরোইনরা ধুমধাম করে জন্মদিন পালন করে থাকেন। কেক কাটা থেকে পানীয় ও খাদ্যে সমৃদ্ধ থাকে এই অনুষ্ঠান। শোনা যায়, প্রযোজক পরিচালকদের খুশি করতেই নাকি এই উৎসব। আগে পাঁচতারা হোটেলে পালন করা হত অনুষ্ঠান। কিন্তু এখন দিন পাল্টেছে। নায়ক নায়িকারা এখন একেকজন কোটি কোটি টাকার মালিক ফলে অনুষ্ঠান আয়োজন করা হয় সেলেবদের ফার্ম হাউসে। ২৭ ডিসেম্বর সুপার হিরো সলমন খান ৫৫ বছর পূর্ণ করবেন, ওই দিন দেবেন বিশেষ বার্তা বলে শোনা গেল।
কিছুদিন আগে শাহরুখ খানের ৫৫ বছর পূর্ণ হল। তিনি এবছর কোনও অনুষ্ঠান করেননি, শুধু মান্নাতের বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়েছেন। সলমনও কোনও অনুষ্ঠান করছেন না, যা গতবছর করেছিলেন তাঁর পানভেলের ফার্ম হাউসে। তিনি জানিয়েছেন, করোনা আবহে তিনি উৎসবের মুডে নেই। কিন্তু ওই দিন তাঁর মাকে শ্রদ্ধা জানিয়ে জনতার উদ্দেশে এমন কিছু বার্তা দেবেন যা নাকি অভিনব। ২৭ ডিসেম্বর তিনি শুটিংই করবেন বলে জানিয়েছেন ভাইজান।
إرسال تعليق
Thank You for your important feedback