শনিবার আইএসএলে প্রথম জয় পেতে নামছে ফাউলারের দল


শনিবার আইএসএলে চেন্নাইয়ান এফসির প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল। আইএসএলে হারের হ্যাটট্রিক দিয়ে অভিযান শুরু করেছিল রবি ফাউলারের ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে তাঁর দল। চলতি মরশুমের লিগ টেবিলের শেষ দল রবি ফাউলারের ইস্টবেঙ্গল। অন্যদিকে, সাবা লাসলোর দল চেন্নাইয়ান এফসি সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। তাঁর দল রয়েছে পয়েন্ট তালিকার  অষ্টম স্থানে। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল গোলের মুখ দেখেছিল। কিন্তু সেই ম্যাচে কেরালার বিরুদ্ধে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি ফাউলারের ইস্টবেঙ্গল, ম্যাচ শেষের ফলাফল ছিল ১-১।  

চেন্নাইয়ান এফসির সঙ্গে ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর ম্যাচ হিসেবে বেছে নিতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল হেড কোচ রবি ফাউলার। কারণ, চোট কাটিয়ে ডিফেন্সে ফিরে এসেছেন অধিনায়ক ড্যানি ফক্স। ইতিমধ্যে ৯ জন ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে। ম্যাচের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফাউলার এবিষয়ে জানান, যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ক্লাবের ভালোর জন্যই। কোন ফুটবলারকেই একদিন দেখে ছেড়ে দেওয়া হচ্ছে না। নতুন ফুটবলার নেওয়ার প্রসঙ্গে রবি ফাউলার বলেন, নতুন এক, দুই জন ফুটবলারকে দলে নেওয়ার জন্য চিন্তাভাবনা চলছে। তবে এখনই তাঁদের নাম জানানো হবে না। গত ম্যাচে শেষ মুহূর্তে কেরালার গোল খাওয়া নিয়ে ফাউলার বলেছেন, শেষ মুহূর্তে গোল খাওয়া কোন বড় ব্যাপার নয়। তবে শুরুতে গোল খেলে দলের কাছে সেটা খারাপ। তবে শেষ ম্যাচে তাঁর দলের ছেলেরা খুব ভালো খেলেছে।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم