মোহনবাগানের কাছে ফুটবলার ধার ইস্টবেঙ্গলের?

খুবই দুঃসময় চলেছে শতাব্দী প্রাচীন দল ইস্টবেঙ্গলের। ISL খেলতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছে ফাউলারের দল। ১১টি দলের মধ্যে মাত্র দুই পয়েন্ট পেয়ে সব দলের নীচে রয়েছে তারা। এমন শোচনীয় অবস্থা কোনোদিনও হয়নি ইস্টবেঙ্গলের। রবি ফাউলারকে " খড়ের পুতুল' বলে অবিহিত করছে সদস্য সমর্থকরা। এই বিপদে চিরশত্রু বা পরম বন্ধু মোহনবাগানের দিকে হাত বাড়ালেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। তাঁরা মোহনবাগানের অতিরিক্ত খেলোয়াড়দের ধার চাইছেন, যদিও লিয়েন পদ্ধতি বিশ্ব ফুটবলে রয়েছে কিন্তু আধুনিক নিয়মে আবেদন পাত্র লিখে টাকা দিয়ে খেলোয়াড় নিতে হয়।

শুধু মোহনবাগান নয়, অন্য দলগুলির কাছেও আবেদন করছে ইস্টবেঙ্গল | আপাতত দলে থাকা ৩৮ খেলোয়াড়ের মধ্যে ১২ জনকেই ছেড়ে দিচ্ছে লাল হলুদ দুর্গ। খেলোয়াড় ধার দিতে নারাজ নয় মোহনবাগানও, তবে লিখিত আবেদন পাত্র চাইছে তারা। যে তিন খেলোয়াড় চাইছেন ফাউলার তাঁরা হলেন যথাক্রমে গোলকিপার ধীরাজ সিং, ডিফেন্ডার অঙ্কিত মুখোপাধ্যায় ও সালাম রঞ্জন সিং। আবেদন যাচ্ছে।         


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم