ম্যাচ ড্র করে আইএসএলে প্রথম পয়েন্ট ইস্টবেঙ্গলের



আইএসএলে অভিযানের শুরুর তিন ম্যাচ হেরে প্রথম পয়েন্ট পেল এসসি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার তিলক ময়দান স্টেড়িয়ামে জামশেদপুরের বিরদদ্ধে খেলতে নেমেছিল রবি ফাওলারের ইস্টবেঙ্গল। ম্যাচের ২৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-হলুদের ইউজেনসেন লিংডো। তাঁরা ১০ জনে খেলেই রুখে দিল গত সোমবার এটিকে-মোহনবাগানকে হারানো জামশেদপুর এফসিকে। লাল-হলুদের রক্ষণ ও গোলকিপারের দুরন্ত পারফরম্যান্সে গোল করতে ব্যর্থ ইস্পাতনগরীর দল জামশেদপুর এফসি। তাই ম্যাচের শেষে খেলার ফলাফল ছিল গোলশূন্য। 


অন্যদিকে, লাল-হলুদের পিলকিংটন এবং জাক মাঘোমা নজর কাড়েন এদিনের ম্যাচে। ম্যাচের ইনজুরি টাইমে লাল কার্ড দেখে জামসেদপুরের লালদিনলিয়ানা। দু দলই বহুবার গোল করার সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়েছে এদিনের ম্যাচে। ইস্টবেঙ্গল ম্যাচ ড্র করে ১ পয়েন্ট পেয়েও লিগ তালিকার শেষে। জামশেদপুর ৫ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৫ নম্বরে। এই ম্যাচ ড্র করায় ফাওলারের  দলের ছেলেদের  কিছুটা আত্মবিশ্বাস জোগাবে এমনই মত ফুটবল বিশেষ্ণদের।   


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم