শতাব্দীপ্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল আইএসএলের প্রথম দুই ম্যাচ হেরে যখন জয়ের সন্ধানে। তখন চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান জয়ের হ্যাটট্রিক পালনে ব্যস্ত। শনিবার সন্ধ্যায় তিলক ময়দান স্টেড়িয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। নর্থইস্ট ইউনাইটেড এফসি তিন ম্যাচে জয়ী। অন্যদিকে, ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসির কাছে হার। সব মিলিয়ে শনিবারের ম্যাচে হারের হ্যাটট্রিক আটকানোর পরীক্ষা লাল-হলুদের কাছে।
Everyday we come a little closer to our goal. রোজ একটু একটু করে কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া।#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/yY722mq17L
— SC East Bengal (@sc_eastbengal) December 3, 2020
আইএসএল শুরুর আগে প্রস্তুতির জন্য বেশি সময় পায়নি লাল-হলুদ শিবির। আর সেটাই মূল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন কোচ। এখনও ফুটবলারদের মধ্যে সমন্বয় গড়ে ওঠেনি। ভারতীয় তারকা জেজে ৯০ মিনিট খেলার অবস্থায় নেই চোটের কারনে। সবমিলিয়ে দল তৈরিতে হিমশিম খেতে হচ্ছে রবি ফাউলারকে। ওপর দিকে নর্থইস্ট ইউনাইটেড এফসির স্প্যানিশ কোচ জেরার নুস কাসানোভার আস্থা রাখছেন ভারতীয় ফুটবলারদের প্রতি। আজকের ম্যাচ যা আক্রমণ ও প্রতি আক্রমণে জমে উঠবে মত ফুটবল বিশেষঞ্জদের।
ছবিঃ টুইটার
إرسال تعليق
Thank You for your important feedback