সিরিয়াল রেপিস্টকে ৮৯৭ বছরের কারাদণ্ড ক্যালিফোর্নিয়া আদালতের

ভাবতে পারেন ৮৯৭ বছরের কারাদণ্ড? ধর্ষণ-সহ একাধিক অপরাধে দোষী এক সিরিয়াল রেপিস্টকে এমনই সাজা শোনাল ক্যালিফোর্নিয়ার একটি আদালত।   


ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের ঘটনায় এই নজিরবিহীন রায় ভাইরাল হতেই শোরগোল পড়ছে নেট-দুনিয়ায়।        

 
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৫ বছর আগে বছর ৪৫-এর কুখ্যাত এই সিরিয়াল রেপিস্ট রয় চার্লস ওয়ালারকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় প্রায় ৯ জন মহিলাকে ধর্ষণ করেছেন। এছাড়া আরও ৪৬টি গুরুতর অপরাধেও জড়িত ছিল সে। প্রায় ১৫ বছর ধরে এই সব মামলার শুনানি চলার পর রয় চার্লসকে দোষী সাব্যস্ত করে    ক্যালিফোর্নিয়ার আদালত।  শুক্রবার রয় চার্লসকে ৮৯৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم