দেশে তৈরি সস্তার নিউমোনিয়া টিকা আগামী সপ্তাহেই

বড় সাফল্য সেরাম ইন্সটিটিউটের। এই প্রথম দেশে তৈরি ইনফ্লুয়েঞ্জার টিকা বানিয়েছে তারা। আগামী সপ্তাহের গোড়াতেই তা বাজারে আসছে। এখন দুটি বিদেশি কম্পানির  টিকা বাজারে রয়েছে। সিরামের টিকা সেগুলির থেকে অনেকটাই সস্তা। এই নিউমোকোক্কাল পলিস্যাকারাইড কনজুগেট টিকার অনুমোদন দিয়েচেন ভারতের ড্রাগ কন্ট্রোল। ভারত ও গাম্বিয়ায় তিন দফার পরীক্ষার পর এই অনুমোদন দেওয়া হয়েছে। 

সিরামের দাবি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার বিরুদ্ধে এই টিকা অত্যন্ত কার্যকর হবে। বিশেষ করে, বাচ্চাদের মধ্যে সংক্রমণ ঠেকাবে এই টিকা। ফাইজার ও গ্ল্যাক্সোস্মিথক্লাইনের টিকার থেকে এই স্বদেশি টিকা কম খরচের। সেরামের দাবি, মোদির আত্মনির্ভর ভারতের ডাকে সাড়া দিয়ে তাদের এই উদ্যোগ। ইউনিসেফের হিসেবে, প্রতিবছর ভারতে পাঁচবছরের নীচের ১ লাখ শিশু নিউমোনিয়ায় মারা যায়।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم