রাজ্যে জঙ্গি নাশকতার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ে এনআইএ-র সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, আলোচনায় উঠে এসেছে ছত্রধর মাহাতর প্রসঙ্গও। রবিবার রাতে কলকাতায় আসার পর সকালে হোটেলেই এনআইএ-র সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন এনআইএ-র এসপি। তাঁর কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।
এরপরই শাহ যান সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতেয। সেখানে স্বামীজির বাড়ি ঘুরে দেখেন তিনি। সাংবাদিকদের বলেন, বিবেকানন্দ ভারতের দর্শনকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। এই স্থান পুরো দুনিয়াকে জাগ্রত করার জায়গা। স্বামীজি আধুনিকতা ও আধ্যাত্মিকতার যোগ তৈরি করেছিলেন।
إرسال تعليق
Thank You for your important feedback