ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পরে এবার আমেরিকাপর মেজর লিগ ক্রিকেটে দল কিনছে নাইট রাইডার্স গ্রুপ। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান এমনই সিদ্ধান্ত নিয়েছেন। কেকেআরের এমন সিদ্ধান্তে মেজর লিগ সকার কর্তৃপক্ষ উচ্ছ্বসিত বলে এক বিবৃতি দিয়ে জানিয়েছে।
কলকাতা ছাড়াও ক্যারিবিয়ান লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সের অংশীদারিত্ব আছে শাহরুখ খানদের নাইট রাইডার্স গ্রুপের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল কলকাতা। দু'বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, ক্যারিবিয়ান লিগে ট্রিনবাগো সেরা হয়েছে চারবার। সাফল্যের এই ধারা আমেরিকাতেও অব্যাহত হবে বলে আশা শাহরুখের।
বিবৃতিতে শাহরুখ খান বলেন, কয়েক বছরের মধ্যে নাইট রাইডার্স ব্রান্ডটি আমরা বিশ্বব্যাপী সুপরিচিত করে তুলেছি। যুক্তরাষ্ট্রে টি-২০ টুর্নামেন্টের জনপ্রিয়তার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছি। মেজর লিগ ক্রিকেটকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা আমাদের পছন্দ হয়েছে। আসছে মরসুম থেকে আমরা তাই এই লিগের অংশগ্রহণ করছি এবং ভবিষ্যতে অনেক সাফল্যের আশা করছি।'
কেকেআর এবং রেড চিলিস ইন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, নাইট রাইডার্স ক্রীড়া ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়ায় তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করছেন। বিশ্বে টি-২০ ক্রিকেট খুবই দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। মেজর লিগ ক্রিকেটে যুক্ত হওয়ার জন্য নাইট রাইডার্সের অনেকদিন ধরেই প্রস্তাব ছিল। যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করার অংশ হতে পেরে তারা তাই খুশি।
মেজর লিগ ক্রিকেট এবং আমেরিকান ক্রিকেটের উদ্যোক্তা সামির মেহতা ও বিজয় শ্রীনিবাসন জানিয়েছেন, আমেরিকায় ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠছে। এমন সময় নাইট রাইডার্স গ্রুপের যুক্তরাষ্ট্রের ক্রিকেটে আসা ইতিহাসের অংশ হয়ে উঠবে।
إرسال تعليق
Thank You for your important feedback