শনিবারই বিজেপি শিবিরে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। এবার কবে থেকে তিনি সরাসরি বিজেপির হয়ে প্রচারে নামবেন সেই দিকেই তাঁকিয়ে আপামর বাঙালি। সূত্রের খবর, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই তিনি জেলা সফর শুরু করবেন। সেই সঙ্গে শুরু হবে রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস।
রাজ্য বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৬ ডিসেম্বর থেকে জেলা সফর শুরু করবেন শুভেন্দু। এর আগে দিল্লি যাবেন তিনি, এবার সরাসরি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। দিল্লি থেকে ফিরেই গেরুয়া পতাকা হাতে রাজ্য চষে ফেলবেন তৃণমূলের সদ্য প্রাক্তন এই নেতা। এমনিতেই মেদিনীপুরে অমিত শাহর হাত থেকে গেরুয়া পতাকা নেওয়ার পরই বোঝা গিয়েছিল রাজ্য বিজেপিতে গুরুত্বপূর্ণ কোনও পদ পেতে পারেন লড়াকু এই যুব নেতা। অমিত শাহ নিজেই বলেছিলেন, শুভেন্দু আসায় বিজেপির শক্তি অনেকটাই বেড়ে গেল। আর পদ্ম শিবিরে যোগ দিয়েই শুভেন্দু আওয়াজ তুলেছিলেন ‘ভাইপো হঠাও’। যা বঙ্গ ও কেন্দ্রীয় বিজেপি নেতাদের স্লোগান ছিল।
অপরদিকে, সোমবার থেকেই কেন্দ্রীয় নিরাপত্তাবাহনী পাবেন শুভেন্দু। পাশাপাশি রাজভবনে গিয়ে এদিন দেখা করবেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। শাসকদলের তরফে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে অভিযোগ তুলে আগেই রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সেই বিষয়েই অভিযোগ জানিয়ে আসতে পারেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বিধানসভার স্পিকারের দাবি মেনে নতুন করে ইস্তফাপত্র দিতে আজই ফের বিধানসভায় যেতে পারেন শুভেন্দু।
إرسال تعليق
Thank You for your important feedback