কাঁটার বিছানায় শুয়ে মনের ইচ্ছা পূরণ


মানুষকে প্রতি মুহূর্তে নিজেকে প্রমান করার পরীক্ষা দিতে হয়। সে কাজের মধ্যে দিয়েই হোক কিংবা বন্ধুত্বের মাধ্যমেই হোক। কথিত আছে স্বয়ং রাম পত্নী সীতা অগ্নিপরীক্ষা দিয়েছিলেন। কিন্তু শুনেছেন কখনও, কাঁটার ওপর শুয়ে পরীক্ষা দিতে। হ্যাঁ, মধ্যপ্রদেশের বেতুল জেলার সেহরা গ্রামে রাজ্জাক সম্প্রদায়ের মানুষেরা কাঁটার বিছানায় শুয়ে পরীক্ষা দেন। তাঁরা নিজেদের মনোবাঞ্ছনা পূরণ করতেই কাঁটার বিছানায় শুয়ে থাকেন বলে জানা গিয়েছে। এই সম্প্রদায়ের মানুষজন নিজেদের পাণ্ডবদের বংশধর বলেও দাবি করে থাকেন। 

রাজ্জাক সম্প্রদায়ের মানুষের বিশ্বাস কাঁটার বিছানায় শুলে যেমন সততার প্রমাণ দেওয়া যায়। তেমনই ঈশ্বর খুশি হন, সঙ্গে তাঁদের মনের ইচ্ছাও নাকি পূরণ হয়। প্রতি বছরই তাঁরা এই রীতি মেনে চলেন। সেহরা গ্রামের মানুষরা বলেন, এক সময় পান্ডবেরাও নাকি কাঁটার ওপর শুয়ে পরীক্ষা দিয়েছিল। যেহেতু তাঁরা নিজেদের পান্ডবদের বংশধর বলে পরিচয় দেন, তাই তাঁরাও প্রতি বছর ঐতিহ্য মেনে এই রীতি মেনে চলেছেন।  
প্রচলিত নিয়ম অনুযায়ী রাজ্জাক সম্প্রদায়ের মানুষেরা একটি কাঁটা গাছের ডালকে পূজা করেন। তারপর সেই কাঁটা ডালের ওপর শুয়ে পরীক্ষা দেন। এই প্রথা প্রায় তাঁদের পঞ্চাশ প্রজন্ম ধরে চলে আসছে বলে জানা যায়। এই উৎসব ৫ দিন ধরে হয়ে থাকে।


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم