করোনার ধাক্কা দক্ষিণ অফ্রিকার ক্রিকেট মহলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে থাকা দক্ষিণ অফ্রিকার ১৬ জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত। ২৬ ডিসেম্বর থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্ট ম্যাচ শুরু হবার কথা। করোনা আতঙ্কে এখন সংশয়ে শ্রীলঙ্কা ও দক্ষিণ অফ্রিকার মধ্যে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচ। শনিবার থেকেই টেস্ট দলের সদস্যদের শিবিরে যোগ দেওয়ার কথা।
ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ো-বাবলে প্রবেশ করার আগে ক্রিকেটারদের আবার করোনা পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ হলেই সিরিজে অংশ নিতে পারবেন তাঁরা। অন্যদিকে বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট। গত সোমবার ঘরোয়া ক্রিকেটে ডলফিন্স বনাম টাইটান্সের ম্যাচে অংশ নেওয়া ৫ খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback