এবার ধনুশও নেটফ্লিক্স বিগবাজেট দ্য গ্রে ম্যানে


অ্যাভেঞ্জারস: এন্ডগেম খ্যাত জুটি অ্যান্টনি এবং জো রুশোর সিনেমা ‘দ্য গ্রে ম্যান’-এ এবার দেখা যাবে সাউথের সুপারস্টার ধনুশকে। নেটফ্লিক্সের আসন্ন বিগ-বাজেট সিনেমায় অভিনেতা ক্রিস ইভানস, রায়ান গসলিং এবং আনা ডি আরমাসের মত হলিউড সুপারস্টারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এটি ধনুশের হলিউডের দ্বিতীয় প্রজেক্ট। 

মার্ক গ্রানির উপন্যাস অবলম্বনে এই অ্যাকশন,স্পাই-থ্রিলার সিনেমাটির বাজেট প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। সিনেমাটির প্রযোজনা করেছেন রুশো ব্রাদার্স।লস অ্যাঞ্জেলেসে জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। গত সপ্তাহেই দ্য গ্রে ম্যানের প্রথম কাস্টের তালিকা ঘোষণা করা হয়। পরে বৃহস্পতিবার নেটফ্লিক্স  তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানায়, গ্রে ম্যান কাস্ট আরও ভাল হয়েছে। রায়ান গোসলিং, ক্রিস ইভান্স এবং আনা ডি আরমাসের সঙ্গে এই সিনেমায় থাকবেন জেসিকা হেনউইক, ওয়াগনার মৌরা, ধনুশ এবং জুলিয়া বাটার্স।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم