বিধায়ক পদ ছাড়ার পরদিন বৃহস্পতিবার তমলুকের অরাজনৈতিক সভায় পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজের মুখে কিছুই বললেন না। শুভেন্দু অধিকারী স্বাধীনতা সংগ্রামের কথা এবং আত্মত্যাগের কথাই বললেন। ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। এদিন পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি স্মৃতিসৌধে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবসের অনষ্ঠানে ছিলেন শুভেন্দু। শোনা যাচ্ছে, তারপরেই তিনি রওনা দিতে পারেন দিল্লির উদ্দেশে। যদিও তাঁর ঘনিষ্ঠসূত্রে এই খবর স্বীকার করা হয়নি।
অন্যদিকে, শুভেন্দু অধিকারীর বিধায়ক পদে ইস্তফার পরই মালদা জেলা তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও জেলা সভাপতির কাছে তাদের ইস্তফাপত্র জমা দিয়ে গিয়েছে। বুধবারই কাঁথিতে শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্রের রং গেরুয়া থেকে বদলে সাদা রং করে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই এই বাড়িটি গেরুয়া রঙের করা হয়েছিল। বুধবার বিধানসভায় গিয়ে পদত্যাগ করার পর শুভেন্দু রাজ্যপাল জগদীর ধনকড়কে চিঠি লিখে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, কলকাতা ও রাজ্য পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাঁকে এবং তাঁর সঙ্গীদের নানাভাবে ফৌজদারি মামলায় ফাঁসানোর চেষ্টা হতে পারে।
إرسال تعليق
Thank You for your important feedback