কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা রবিবার দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ করবেন। তা আটকাতে ব্যাপক পুলিশ বন্দোবস্ত করা হয়েছে হরিয়ানা-রাজস্থান সীমান্তে। দিল্লির গুরগাঁও সীমান্তে ১ হাজার ও ফরিদাবাদে ৩,৫০০ পুলিশ মোতায়েন হয়েছে। সোমবার সারা দেশে জেলাশাসকের দফতরে হবে বিক্ষোভ, কৃষকরা অনশন করবেন। নয়া কৃষি আইন চাষিদের ব্যাপক উন্নতি করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিলেও তাতে কর্ণপাত করছেন না কৃষকরা। শনিবার দেশের ১৩৫টি টোল প্লাজার দখল নিয়েছিলেন চাষিরা।
অন্যদিকে, দক্ষিণ হরিয়ানা ও রাজস্থান থেকে কৃষকরা রবিবার সকাল থেকেই দিল্লি উদ্দেশে রওনা হয়েছেন। রাজস্থানের শাহজাহানপুর সীমান্তে জডো় হচ্ছেন হরিয়ানা ও আলওয়ারের চাষিরা। এরইমধ্যে জল্পনা বাড়িয়ে হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী জননায়ক জনতা পার্টির দুষ্যন্ত সিং চৌতালা বলেছেন, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই সমস্যা মিটে যাবে। মীমাংসার কথা হবে কেন্দ্রের সঙ্গে।
إرسال تعليق
Thank You for your important feedback