শনিবার শুভেন্দু সহ নবাগতদের সংবর্ধনা দেবে রাজ্য বিজেপি

শনিবার কলকাতার হেস্টিংসে রাজ্য বিজেপির প্রধান নির্বাচনি কার্যলয়ে প্রথমবার পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। তাঁকে ছাড়াও সেদিন হেস্টিংসে ডাকা হয়েছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল বা অন্যান্য দলের নেতানেত্রীদের। বিজেপির বহুদিনের রেওয়াজ, যাঁরাই দলে যোগদান করেন তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। সেই রীতি অনুযায়ীই তাঁদের সংবর্ধনা দেওয়া হবে বলেই রাজ্য বিজেপি সূত্রে খবর। কিন্তু শুভেন্দু সহ সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন ৯ জন বিধায়ক, একজন সাংসদ এবং একজন প্রাক্তন সাংসদ। তাঁদের কোন কাজে ব্যবহার করা হবে বা কোন কোন দায়িত্ব দেওয়া হবে সেটা নিয়েও শনিবার আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে। 

সূত্রের খবর, শনিবার বেলা ১১টা নাগাদ হেস্টিংসে ঢুকবেন শুভেন্দু। আরও জানা গিয়েছে, ওই সময় বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয়ে থাকবেন সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। সংবর্ধনার পরই হবে গুরুত্বপূর্ণ বৈঠকটি। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেই জানা যাচ্ছে। এছাড়া শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বক্তব্য রাখবেন কিনা সেটাও ঠিক হতে পারে। কারণ এখনও পর্যন্ত তিনি সভায় বক্তৃতা দিলেও সরাসরি সংবাদমাধ্যমে মুখ খোলেননি। এর পিছনে শুভেন্দুর যুক্তি, বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল, আমিও সেই শৃঙ্খলা মেনে চলব। দল যতক্ষন না বলবে আমি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারি না। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم