বীরভূমে এসটিএফের জালে সন্দেহভাজন জেএমবি জঙ্গি


বৃহস্পতিবার রাতে জেএমবি জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। বীরভূমের পাইকার থানার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতের নাম নাজিবুল্লা (৫০)। এসটিএফের তরফে জানানো হয়েছে, নাজিবুল্লার একটি ফেসবুক অ্যাকাউন্টে সাকিব আলি নামে খোলা হয়েছিল। সেখান থেকেই সে দেশবিরোধী প্রচার এবং নানা ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালাত বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ফলে তাঁর উপর বহুদিন ধরেই নজরদারি চালাচ্ছিল এসটিএফ। এমনকি পাইকার থানাকে নির্দেশ দেওয়া হয়েছিল নাজিবুল্লার গতিবিধির ওপর নজরদারি চালাতে। 


 

এরপরই বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে আচমকা হানা দেয় এসটিএফের গোয়েন্দারা। ধৃতের গ্রেফতারের পাশাপাশি তাঁর ব্যবসার কিছু সামগ্রী সহ ল্যাপটপ, কম্পিউটার, সিপিইউ-সহ বেশ কয়েকটি ইলেকট্রনিক গেজেট বাজেয়াপ্ত করেছে। শুক্রবার জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত নাজিবুল্লাকে আদালতে পেশ করা হয়েছে। উল্লেখ্য, বিগত কয়েকমাসে রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে বেশ কয়েকজন আল-কায়দা ও লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার জেএমবি জঙ্গির হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ। 

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم