শুভেন্দুর জন্য এবার কেন্দ্রীয় জেড ক্যাটাগরি নিরাপত্তা?

সম্প্রতি ছেড়েছেন মন্ত্রিত্ব, সেইসঙ্গে রাজ্যের দেওয়া জেড ক্যাটাগরি নিরাপত্তাও। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, নন্দীগ্রামের তৃণমূল বিধায়কের সঙ্গে বৈঠক হয়েছে দফায় দফায়। তবুও সম্পর্কের বরফ গলেনি শুভেন্দু অধিকারী এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের মধ্যে। এর মাঝেই শুভেন্দুর প্রাণ সংশয় রয়েছে বলে নিরাপত্তার দাবি জানিয়ে বসেন "দাদার অনুগামী"-রা। এবার শুভেন্দুর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ হতে চলেছে, তাও আবার জেড ক্যাটাগরি সুরক্ষা।

সূত্রের খবর, কেন্দ্রের আইবি রিপোর্টের ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সুরক্ষা দিতে পারে। জানা যাচ্ছে, শুভেন্দুর জন্য বরাদ্দ হচ্ছে, ১০ জন প্রশিক্ষিত কম্যান্ডো এবং ৩০ জন জওয়ান। নির্দিষ্ট পাইলট কারের সঙ্গে এই সুরক্ষা বলয় সর্বক্ষণের জন্যই থাকবে শুভেন্দু অধিকারীর জন্য। আরও জানা যাচ্ছে, সিআরপিএফ কর্তৃপক্ষ আগামীকালের মধ্যেই শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করতে পারে। উল্লেখ্য, জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পর থেকেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। গতকালই বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের জন্য কেন্দ্রীয় জেড নিরাপত্তা বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার নন্দীগ্রামের বিদ্রোহী তৃণমূল বিধায়কের জন্যও একই নিরাপত্তা নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় সরকার।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم