খাস কলকাতার যাদবপুর, গোলপার্ক, গড়িয়াহাট, রাসবিহারী সহ আরও কয়েকটি এলাকা ছেয়ে গিয়েছে দাদার অনুগামীদের পোস্টার। তৃণমূলের খাস তালুক বলেই পরিচিত দক্ষিণ কলকাতার একাধিক জনবহুল এলাকায় দেখা গেল পোস্টারগুলি। বুধবার সকাল থেকেই কলকাতায় শুভেন্দু অনুগামীদের এই পোস্টার ঘিরে তীব্র হল জল্পনা। বেশিরভাগ গোস্টারেই শুভেন্দুর ছবির নীচে বড় হরফে লেখা ‘মানুষের কাজ করতে কোনও পদ লাগে না’। আর অবশ্যই সব নীচে লেখা ‘আমরা দাদার অনুগামী’।
উল্লেখ্য, তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরও সমস্যার অবসান হয়নি। এই পরিস্থিতিতে খাস দক্ষিণ কলকাতায় শুভেন্দু আনুগামীদের এই পোস্টারিংয়ের পর বাংলার রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। এতদিন দুই মেদিনীপুর সহ গোটা জঙ্গলমহল ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ‘আমরা দাদার অনুগামী’ নামে বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছিল।
পাশাপাশি হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার গুটিকয়েক অঞ্চলেও পড়েছিল এই জাতীয় পোস্টার। কিন্তু তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তৈরি হওয়া নতুন সমীকরণের পরই খাস কলকাতায় দাদার অনুগামীদের (মূলত শুভেন্দু অধিকারীর অনুগামী) পোস্টারিং হওয়ায় ফের আশঙ্কার কলো মেঘ দেখা দিল শাসকদলের আকাশে।
বৃহস্পতিবার ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। পূর্ব মেদিনীপুরের তমলুক, গড়বেতা ও হলদিয়ায় পরপর অরাজনৈতিক সভা করার কথা রয়েছে তাঁর। ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মবার্ষিকীতে পূর্ব পরিকল্পিত মিছিলও রয়েছে শুভেন্দুর। কোনও কর্মসূচিতেই নেই শাসকদলের চিহ্ন। ফলে আগামীদিনে নতুন কোনও সমীকরণ তৈরি হয় কিনা সেটা নিয়েও জল্পনা জিইয়ে রেখেন মন্ত্রিত্ব ত্যাগ করা তৃণমূল নেতা।
এদিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের তমলুকে শুভেন্দুর মিছিল ঘিরে সাজসাজ রব। মিছিলে বেলা ১২টা নাগাদ যোগ দেন মেদিনীপুরের ভূমিপুত্র। মিছিলে শুভেন্দুর মতো সকলের হাতেই ছিল ভারতের জাতীয় পতাকা। জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
إرسال تعليق
Thank You for your important feedback