বিধায়ক পদ থেকেও ইস্তফা শুভেন্দুর, গৃহীত হল না পদত্যাগপত্র


জল্পনার অবসান, অবশেষে বুধবার বিকেলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি মেদিনীপুর থেকে কলকাতায় আসেন। সটান হাজির হন বিধানসভায়। এরপর বিধানসভার সচিবের ঘরে গিয়ে নিজের বিধায়ক পদে ইস্তফাপত্র তুলে দেন। কয়েক মূহূর্তের মধ্যেই তিনি সচিবের ঘর থেকে বের হয়ে যান। যদিও এদিনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি শুভেন্দু। তবে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, শুভেন্দুর পদত্যাগপত্র গৃহীত হচ্ছে না। পদত্যাগপত্র গ্রহণের এক্তিয়ার সচিবের নেই সচিবের’।


এর আগে তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন সরকারি পদ থেকেও পদত্যাগ করেন নন্দীগ্রামের বিধায়ক। কিন্তু বিধায়ক পদ এবং তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন নি। এবার বিধায়ক পদে ইস্তফা দিয়ে জল্পনার অবসান ঘটালেন শুভেন্দু অধিকারী।





Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم