ডিসেম্বরের মাঝামাঝি সময় এসে পড়লেও শীতের দেখা নেই রাজ্যে। চলতি মাসে দুবার সামান্য তাপমাত্রার পতন হলেও ফের পারদ চড়েছে। এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়ে দিলেন, সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যা চলবে মোটামুটি আগামী সপ্তাহ পর্যন্ত। এমনকি কলকাতার পারদ নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসেও।
আবহবিদদের কথায়, এবার লেপ-কম্বল বের করতেই পারেন শহরবাসী। এর আগে বারবার পশ্চিমি ঝঞ্ঝার জেরে শীত আটকে গিয়েছে এই রাজ্যে। এবার সেই বাঁধা কেটে গিয়ে পরদ নামবে দ্রুত। এই সপ্তাহেও থাকবে ঝঞ্ঝার প্রভাব, ফলে আকাশে আংশিক মেঘও থাকবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা বেড়ে হয়েছে ১৭ ডিগ্রি।
তবে ছবি বদলাতে শুরু করবে বৃহস্পতিবার থেকে। এরপরই উত্তরে হাওয়া ঢুকবে দক্ষিণবঙ্গে। এরসঙ্গে হু হু করে নামবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহে সেটা ১২ ডিগ্রির নীচেও নেমে যাবে বলেই মনে করছেন আবহবিদরা। তবে পরিস্থিতি অনুকুল হলে জেলায় শীতের তীব্রতা বেশি থাকবে, এমনকী শৈত্যপ্রবাহের সম্ভবনাও রয়েছে। কেন্দ্রীয় মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান এবং উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আশা করছি আগামী ২২-২৩ তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকবে।
إرسال تعليق
Thank You for your important feedback