রাজপরিবারের কেচ্ছা এখন বারোয়ারি

বিশ্রী পারিবারিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল তাইল্যান্ডের রাজ পরিবার। রাজার সরকারি রক্ষিতার হাজার খানেক আপত্তিকর ছবি বারোয়ারি হয়ে গিয়ছে। তাইল্যান্ডের বাইরে রাজতন্ত্রবিরোধীরা এই ফটো ফাঁস করে দিয়েছে। রাজার রক্ষিতা মহা বৈজিরালংকর্নের এই ফটোগুলি ঘনিষ্ঠ যৌন আবেদনমূলক, অধিকাংশই তোলা নগ্ন অবস্থায়। 

এই ঘটনা রানির সিনিনাতের সঙ্গে রক্ষিতার শত্রুতা প্রকাশ করে দিয়েছে। সিনিনাত গতবছর জেলে গিয়েছিলেন। রানি রাজপ্রাসাদে ফেরার পরই ঘটনাচক্রে এই ফটো ফাঁসের ঘটনা ঘটল। তাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচক ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রু মার্শাল ও তাইল্যান্ডের শিক্ষাবিদ বাভিন চাচাভাসপোংপুনের কাছে এই ছবিগুলি পৌঁছেছিল। বাভিন এখন রয়েছেন জাপানে এবং দেশ তাঁর বিরুদ্ধে বহু মামলা জমে রয়েছে। নভেম্বরেই অ্যান্ড্রু ফেসবুকে এই ঘটনার কথা লিখেছিলেন। তিনমাস আগে তাঁর কাছে একটি খামে ১,৪৪২৩টি ছবি পাঠিয়েছিল কেউ। তা পাঠানো হয়েছে সিনিনাতের আই ফোনের এসডি কার্ড থেকেই।

গত আগস্টে ৬৮ বছরের রাজা ৩৫ বছরের সিনিনাতকে তাঁর সরকারি রক্ষিতা হিসেবে ঘোষণা করেছিলেন। তাইল্যান্ডের ইতিহাসে আধুনিক সময়ে এই প্রথম কোনও রাজা তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রকাশ্যে স্বীকার করেছিলেন। ৪১ বছরের রানি সুতিথাকে বিয়ে করেছিলেন রাজা তাঁর চতুর্থ সঙ্গিনী হিসেবে। সেই ঘোষণার তিনমাস পরে রাজা তাঁর সরকারি রক্ষিতার নাম জানিয়েছিলেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم