বছর শেষে কিছুটা স্বস্তির খবর! রাজ্যে খরচ কমার সম্ভবনা রয়েছে করোনা পরীক্ষার। এতদিন বেসরকারি প্রতিষ্ঠান থেকে করোনা পরীক্ষা করলে খরচ হত প্রায় ১৫৫০ টাকা। এবার সাধারণ জনগণের কথা মাথায় রেখে এই পরীক্ষার খরচ কিছুটা কম করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন সিদ্ধান্তের জেরে ৯৫০ টাকায় মিলবে এই পরিষেবা।
সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হয় কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে মেলে এই পরিষেবা। শুরুর দিকে বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার খরচ ছিল প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি। অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তার পরিমাণ দাঁড়াতো হাজার দুয়েক টাকা বেশি। এত খরচের কারণেই বিনামূল্যে পরিষেবা পেতে রোগীরা ভিড় করতেন সরকারি হাসপাতালে। এবার দাম বেঁধে দেওয়ায় তা মধ্যবিত্তদের নাগালের মধ্যেই থাকল। এতে সরকারি হাসপাতালের উপর চাপ কিছুটা কমতে পারে বলে আশাবাদী চিকিৎসকরা।
إرسال تعليق
Thank You for your important feedback