কী করছে বো ব্যারাক?

কলকাতার একমাত্র অ্যাংলো ইন্ডিয়ান এলাকা বো ব্যারাক। ব্রিটিশ আমল থেকে বউবাজার থানার পিছনে বেশ কয়েক ঘর ক্রিস্টান নিয়েই এই অঞ্চল, যাদের পূর্বপুরুষ কেউ না কেউ ব্রিটিশ নাগরিক ছিলেন। লাল লাল বাড়ি, ভঙ্গুর অবস্থা। কিন্তু না বাম সরকার না তৃণমূল, কেউই তাঁদের সরায়নি বো থেকে। প্রতিবছর দারুণভাবে সেজে ওঠে বো, অনেকটা দুর্গাপুজোর মতো। ক্রিসমাস ডে-র আগের রাতে ড্রাম, গিটার বাজিয়ে গান বাজনা হয় দেদার। রাত কাটে সুর ও সুরায়। সকাল হলে প্রথমে তাঁরা যান চার্চে, বাড়ি ফিরে কাটা হয় কেক এবং গ্র্যান্ড লাঞ্চ। কিন্তু কী থাকে লাঞ্চে? এখন এরা বাংলার খাওয়া দাওয়া ধরে নিয়েছে। মেনু ফ্রাইড রাইস, পোর্ক, সসেজ এবং ওয়াইন। এঁরা কিন্তু রাতে হৈ চৈ করতে বেরোন না।

কিন্তু এবছর সবার নজরে থাকা বো ব্যারাক স্তব্ধ। আলো লাগানো হয়তো হয়েছে, কিন্তু গিটার নিয়ে প্রিসলির গান গাইতে কেউ বেরোবেন না। যা কিছু ঘরের মধ্যে। এদের আত্মীয়দের কেউ না কেউ ইংল্যান্ডে থাকেন, চিন্তা নয়া করোনা ভাইরাস কি গ্রাস করল তাঁদের তুতো ভাই বা বোনকে |   

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم