এবার খোদ আমেরিকার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার জানিয়ে দিলেন, এবছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দাবিমতো কারচুপির কোনও প্রমাণ তাঁর বিচারবিভাগ পায়নি। তাঁর মতে, এমন কোনও বড় মাপের গরমিল হয়নি যাতে নির্বাচনের ফল অন্যরকম হতে পারে। এখনও ভোটের ফল মানতে নারাজ ট্রাম্পের কাছে এটা স্বভাবতই বড় মাপের ধাক্কা। যে যে প্রদেশে তিনি হেরেছেন, সেইসব জায়গায় তিনি ভোটের ফল নিয়ে আদালতে গিয়েছেন। পাল্টা ট্রাম্পের আইনজীবী বলেছেন, অ্যাটর্নি জেনারেল কোনও জ্ঞান ছাড়াই কথা বলছেন।
ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ইবেকটোরাল কলেজের ৩০৬ ভোট, ট্রাম্প ২৩২। সাধারণ ভোটে বাইডেন ট্রাম্পের থেকে ৬২ লক্ষ ভোটও বেশি পেয়েছেন। কিন্তু ফলপ্রকাশের পর থেকেই ট্রাম্প কোনও তথ্যপ্রমাণ ছাড়াই ভোট জালিয়াতির অভিযোগ করে চলেছেন। ভোটের মেশিনে বাইডেনকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। তা অস্বীকার করেছেন অ্যাটর্নি জেনারেল। তাঁর কথা, বিচারবিভাগ ও স্বরাষ্ট্রবিভাগ ট্রাম্পের অভিযোগ খতিয়ে দেখেছে। তার কোনও সারবত্তা পাওয়া যায়নি।
إرسال تعليق
Thank You for your important feedback