যখন শেষকৃত্য হচ্ছিল তখনই ডাকাতি হয়ে গেল প্রয়াত ফুটবল কিংবদন্তি পাওলো রোসির বাড়িতে। বৃহস্পতিবার ৬৪ বছরের রোসির মৃত্যু হয়েছে। ইতালির উত্তর পশ্চিমে ভিসেনজা শহরে রোসিক শেষকৃত্য হয় শনিবার। রোসির স্ত্রী ফেদেরিকা কাপ্পেলেত্তি শেষকৃত্য থেকে বাড়িতে ফিরে দেখেন তাঁদের টাস্কানির বাড়িতে ডাকাতি হয়ে গিয়েছে। দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল ডাকাতরা। রোসির ঘড়ি ছাড়াও অন্যান্য জিনিসপত্র নিয়ে গিয়েছে তারা। পুলিশ তদন্ত শুরু করেছে।
১৯৮২ সালে বিশ্বকাপ জয়ের নায়ক রোসির মৃত্যুতে গোটা ইতালি এখন শোকমগ্ন। শনিবার প্রচুর রোসি ভক্ত জড়ো হয়েছিলেন শেষকৃত্যে। তাঁর কফিন বহন করেছেন বিশ্বকাপ জয়ী টিমের অন্য সদস্যরা।
إرسال تعليق
Thank You for your important feedback