ফ্রান্সে বন্দুকবাজের গুলিতে নিহত ৩ পুলিশ

পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে এক বন্দুকবাজের গুলিতে নিহত ৩ পুলিশ কর্মী। গুরুতর জখম আরও এক। ভস্মীভূত একটি বাড়ি। প্রথমে বছর ৪৮-এর ওই হামলাকারীকে পাকড়াও করা না গেলেও পরে তার মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে মধ্য ফ্রান্সের পি দ্য দোম এলাকায়। পুড়ে যাওয়া ওই বাড়ি থেকে পুলিশ অভিযোগকারিণীকে উদ্ধার করে।    

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই পরিবারের স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। ডিভোর্স হয়ে গেলে সন্তান কার কাছে থাকবে তা নিয়েই মাঝরাতে ফের ঝামেলা শুরু হয়। ওই ব্যক্তি মহিলাকে মারধরও করে। এরপরই পুলিশকে ফোন করেন ওই মহিলা। প্রাণে বাঁচতে ছাদে পালিয়ে যান ওই মহিলা অভিযোগ খবর পেয়ে পুলিশ বাড়িতে আসতেই তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ওই ব্যক্তি। একজন পুলিশ অফিসারকে খুন করেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় সে।। পরে আরও দুই অফিসারকে গুলি করে। পালটা গুলি চালায় পুলিশও। ঘটনায় আহত অফিসারের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে প্রশাসন। তবে অনুমান পরে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে অভিযুক্তের। পরে দমকল এসে বাড়ির আগুন নেভানোর চেষ্টা করে, তবে বাড়ির বেশির ভাগ অংশই পুড়ে যায়। কোনওক্রমে অভিযোগকারিণীকে উদ্ধার করা হয়। 

এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। তিনি বলেন, আমাদের সুরক্ষার জন্য, আমাদের বাহিনী তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। তাঁরা আমাদের নায়ক।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم