তিলজলায় একটি এটিএম থেকে চুরির ঘটনার কিনারা হল উত্তরপ্রদেশের মথুরা থেকে। ২০ নভেম্বর তিলজলা থানা এলাকার ওই বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে ১৩ লাখ ৫ হাজার টাকা চুরি হয়। চুরির তদন্তে নেমে পুলিশ কলকাতা থেকে মথুরা পর্যন্ত সব সিসিটিঊির ফুটেজ তন্নতন্ন করে দেখে। সেখানে মধুবন টোল প্লাজার ফুটেজে একটি সাদা রঙের স্করপিও গাড়ির হদিশ পাওয়া যায়। তার নম্বরপ্লেট দেখেই পুলিশের সন্দেহ হয়, চোরের দলটি উত্তরপ্রদেশের মেওয়াটের।
সেখান থেকেই মেওয়াট হয়ে তদন্তকারীদল যায় দিল্লি। মেওয়াট ও দিল্লি পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, এই দলটি এমন গাড়ি ব্যবহার করেছে যার মালিকের কোনও হদিশ নেই। এরপরই স্মার্ট কার্ড সহ গাড়িটি আটক করা হয়। তারপর তন্নতন্ন করে দেখা হয় গাড়ির যাবতীয় কাগজপত্র। এই চক্রের হরিয়ানার একজনকে বৃহস্পতিবার মথুরা জংশন থেকে পাকড়াও করা হয়। তার নাম মহম্মদ শাহিদ। বাড়ি হরিয়ানার ফিরোজপুর ঝিকরায়। তার সঙ্গে কলকাতার অপরাধীদের যোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, এই আন্তঃরাজ্য দলটির অন্য লোকজনের খোঁজ মিলছে।
إرسال تعليق
Thank You for your important feedback