শুভেন্দুর সমর্থনে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের পদত্যাগ

মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেও শুভেন্দু অধিকারী এখনও নন্দীগ্রামের বিধায়ক। তিনি বিধায়ক ও দলত্যাগ করবেন কিনা সেটা নিয়ে জল্পনা এখনও চলছে। এরমধ্যেই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ পাত্র পদত্যাগ করলেন। মঙ্গলবারই তিনি শুভেন্দুর বাবা তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। 

 
এদিন পদত্যাগপত্র পাঠানোর পর নিজের কার্যালয়ে বসে দলের প্রতি ক্ষোভও উগড়ে দিয়েছেন এই দাদার অনুগামী। তিনি স্পষ্টভাষায় শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে এদিন বলেন, শুভেন্দুর প্রতি দল যেভাবে অবিচার করছে, তা মেনে নিতে পারছেন না। দাদার সংগ্রামে শরিক হতেই নিজের পদ ছাড়ছেন। উল্লেখ্য, এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার কোনও শীর্ষনেতা নিজে থেকে পদত্যাগ করলেন প্রকাশ্যে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে। যদিও এর আগে প্রাক্তন পরিবহণমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দল থেকে বহিষ্কার হয়েছিলেন জেলা তৃণমূলের অন্যতম সম্পাদক কণিষ্ক পণ্ডা।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم