অখিল গিরির করোনা, তাই ৭ জানুয়ারি নন্দীগ্রামে মমতার সভা পিছোচ্ছে

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর তথা রামনগরের বিধায়ক অখিল গিরি সোমবার সকালেই জানিয়েছিলেন। আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় থাকবেন না। তবে কেন তিনি সভায় আসছেন না সেটা খোলসা করেননি রামনগরের বিধায়ক। বেলার দিকে তৃণমূল ভবন থেকে কারণ জানা গেল। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, ‘করোনায় আক্রান্ত হয়েছেন অখিল গিরি। অখিল ছাড়া ওই কর্মসূচি সম্ভব নয়। উনি সুস্থ হলেই মমতার সভার দিনক্ষণ ঠিক করা হবে’। যদিও তার আগেই জানা গিয়েছিল করোনা আক্রান্ত অখিল গিরি বেলেঘাটা আইডি কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ওইদিন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিল গিরিকে ছাড়াই কর্মীসভা হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দলনেত্রী না আসায় নন্দীগ্রাম-সহ জেলা তৃণমূলের কর্মীরা যাতে হীনবল না হয়ে পড়েন তাই এই সিদ্ধান্ত বলেই তৃণমূলের তরফে জানা গিয়েছে। 


নন্দীগ্রামে মমতা (ফাইল ছবি)

রাজনৈতিক মহল ও বাংলার আম জনতা ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেটা শোনার জন্য অপেক্ষায় ছিলেন। মন্ত্রীত্ব, দল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বিধানসভা কেন্দ্রে এই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রথমবার যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রীর। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একের পর এক সভা করে পুরোনো দলকে তীব্র আক্রমণ শানিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা জবাব সেভাবে দেননি তৃণমূল নেত্রী। ফলে শুভেন্দুর খাস তালুকে গিয়েই তাঁকে জবাব দেবেন বলেই ধরে নিয়েছিল রাজনৈতিক মহল। তৃণমূল সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন বোলপুর। এদিন সেখানে প্রশাসনিক সভা করবেন, মঙ্গলবার করবেন রোড-শো। অমিত শাহ যে রাস্তায় রোড-শো করেছিলেন ওই রাস্তাতেই হাঁটবেন মমতা। এরপর উত্তরবঙ্গ সফর সেরেই তাঁর যাওয়ার কথা ছিল নন্দীগ্রামে। কিন্তু আচমকা সেই কর্মসূচি বাতিল করা হওয়ায় হতাশ নন্দীগ্রামের তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের বক্তব্য মমতার না থাকা ওই সভার গুরুত্ব অনেকটাই কমে গেল। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم